কুহক যেমন দিগন্তের নিশীথ জুড়ে
বসন্তের রাতে চাঁদ যেমন খোলা আকাশে
এমন সময় তুমি ডাকলে আমায়
মওসুমী হাওয়ার মত অবিরাম।
অথচ নিশিকালীন আকাশে
কোন এক পাখির মত অবুঝ
দিকভ্রান্ত পড়েছি আমি
অথচ ডাকছো তুমি অবিরাম,
সাগরে জোছনার রাতের মত
উতলা উঁচু-নিচু স্বরে
ভ্রান্ত কোন এক রাগিনীর মত
যোজন যোজন পথ
দূর প্রান্তরে একা দাঁড়িয়ে-
ঘুমন্ত পানকৌড়ি কন্যার মত-
নিঝুম দরদী চোরাকাটার মত-
বিন্যস্ত খোঁপায় রয়েছো তুমি
প্রতিনিয়ত উষ্ণ হচ্ছো
সেভাবে ডাকছো আমাকে আকুল,
বসন্তের কামনা মাখা ঝড়ের রাতে
তোমার ডাকাতিয়া সুরে
পথ হারাচ্ছি আমি।
অথচ ছুটছি আমি সেই দিকেই
পরাবাস্তবতার শিকল কেটে
চলছি তোমার পানে -;
বসন্তের গান গাইবো আজ দুজনে
কুহুক রঙে আনন্দে-ভালোবাসায়।
--------------------------------
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং