যদি তুমি থেমে যাও বদলে যেও না
সঠিক লক্ষ্য কখনো চাপা পড়ে না,
যে জন মানব মানুষের অন্তরে সেথায়
ভিন্ন পথে কখনো চলে না,
কষ্ট নেবে ভিন্ন স্বাদের পাএ হবে না
সততার তরে লক্ষ্য করে সস্তা হয় না,
বাতাস বইছে আনন্দের সাথে মন ভরে না
যে বাতাস বয়ে গেলো তা ধংস হয় ধরে রাখা যায় না,
সময় তাহার বইছে বাতাস সুসময়ে না
এই সেই অসময় কাজে ব্যবহার করা হয় না,
বিধির বিধান রয়েছে সেথায় তাকিয়ে দেখ
করার কারো সম্ভব থাকে না,
সৃষ্টি সুখের হাওয়া পাওয়া সৃষ্টিকর্তার দান
তোমার কাছে অসম্ভব সেথায় সৃষ্টিকর্তা মহান,..