আমি কৃষক,ক্ষেত খামারে
কাজ করা আমার পেশা।
এই হাতে সোনার ফসল ফলে
থাকি সমাজের যাতাকলে।
তপ্ত রোদে জ্বলে পুড়ি,
ঘুম থেকে উঠেই
খাই পান্তা ভাত
অথবা মুড়ি।
চলবে জীবন এমনি করেই
মাঠে ময়দানে হাল ধরেই।
কত পোকামাকড়
সারাদিন কামড়ায়,
কখনো কখনো
পচন ধরে চামড়ায়।
আমি কৃষক এইতো আমার পরিচয়,
এমনি করে মৃত্যু এলেও নেই ভয়।
যখন দেই সোঁদা মাটিতে মই,
লোকে দেখে বলে এমন দেশটি
পাবো কই?
সবুজে ভরা মাঠ প্রান্তর,
দেখলে জুড়ায় যায় অন্তর।
আমি কৃষক কত কষ্টে
দেশের উন্নয়ন করি
সখেও কখনো পরি না হাত ঘড়ি।।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং