মেঘ বলেছে সঙ্গে যাবি?
আমি বলেছি না, না,
কখন সে ফিরবে দেশে
নেই তো আমার জানা।
ফিরেই জানি খুঁজবে আমায়
হুগলী নদীর বাঁকে
না দেখে আমায় সেথায়
বলবে তখন কাকে?
কে দেবে গো আকাশ ঘাটের
ঠিকানা খানি এনে,
কে বলবে প্রিয়কে আমার
আমার কথা জেনে।
খ্যাপা বাতাস কোথায় যেতে
কোথায় যে সে চলে
পাখিদেরও ভরসা তো নেই
কি বলতে কি বলে।
তাই তো তার অপেক্ষাতেই
আমার কাটে বেলা।
নদীর স্রোতে দুলতে থাকে
আমার ছোট্ট ভেলা।
এখন আবার তুমি বলছো
তোমার সাথে যেতে।
সে তো আমি পারবো না আর
যেতে তোমার সাথে।
খানিক বসো গল্প করি
তারপর নাহয় যেও।
আমায় না হয় পথের চেনা
বন্ধু করে নিও।