মেঘ বলেছে সঙ্গে যাবি?
আমি বলেছি না, না,
কখন সে ফিরবে দেশে
নেই তো আমার জানা।
ফিরেই জানি খুঁজবে আমায়
হুগলী নদীর বাঁকে
না দেখে আমায় সেথায়
বলবে তখন কাকে?
কে দেবে গো আকাশ ঘাটের
ঠিকানা খানি এনে,
কে বলবে প্রিয়কে আমার
আমার কথা জেনে।
খ্যাপা বাতাস কোথায় যেতে
কোথায় যে সে চলে
পাখিদেরও ভরসা তো নেই
কি বলতে কি বলে।
তাই তো তার অপেক্ষাতেই
আমার কাটে বেলা।
নদীর স্রোতে দুলতে থাকে
আমার ছোট্ট ভেলা।
এখন আবার তুমি বলছো
তোমার সাথে যেতে।
সে তো আমি পারবো না আর
যেতে তোমার সাথে।
খানিক বসো গল্প করি
তারপর নাহয় যেও।
আমায় না হয় পথের চেনা
বন্ধু করে নিও।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং