শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আজ শনিবার সকালে ভিটামিন এ প্লাস খাওয়ানো কমসূচির আনুষ্ঠানিকভাব উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিভিলে সার্জন মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সচিব রফিকুল ইসলাম সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান লাবু।
পরে অতিথিরা হাসপাতালের টিকাদান কেন্দ্রে কয়েক জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান।
কর্মসূচির আওতায় পঞ্চগড় জেলায় ১ লাখ ৬১ হাজার ১৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ কর হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৮ হাজার ৪৩০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪২ হাজার ৭২২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর জন্য দুই হাজার ১৫২ জন স্বেচ্ছাসেবী,এক হাজার ৭৬ টি কেন্দ্রে বিরতিহীন ভাবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দায়িত্ব পালন করৈ। সিভিল সার্জন ডা.মিজানুর রহমান জানান, কর্মসূচিটি সফল করতে ব্যাপকভাবে প্রচারণা চালানোর হয়েছে। আশা করছি লক্ষমাত্রা অর্জন হবে। শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে ২ বার ৯৮ শতাংশ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে ভিটামিন ‘এ’ অভাবজনিত অন্ধত্বের হার ১ শতাংশের নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে। #