1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঈদের দিন গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃঈদের দিনে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড় ইউনিয়নের হোসেনপুর গ্রামে ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজের পর ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ভারতের নাগরপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে মুসল্লীদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৩১মার্চ সোমবার সকালে ঈদের প্রধান জামাত শেষে এলাকাবাসী একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল বের করেন। এ মিছিলটি হোসেনপুর গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও ভারতের নাগরপুরে মুসলিমদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে শ্লোগান দেন।

এ সময় বক্তারা বলেন, “ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ভারতের মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর হস্তক্ষেপ প্রয়োজন।” এ বিক্ষোভ মিছিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং সাধারণ জনগণ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং