ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃঈদের দিনে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড় ইউনিয়নের হোসেনপুর গ্রামে ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজের পর ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ভারতের নাগরপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে মুসল্লীদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩১মার্চ সোমবার সকালে ঈদের প্রধান জামাত শেষে এলাকাবাসী একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল বের করেন। এ মিছিলটি হোসেনপুর গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও ভারতের নাগরপুরে মুসলিমদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে শ্লোগান দেন।
এ সময় বক্তারা বলেন, "ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ভারতের মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর হস্তক্ষেপ প্রয়োজন।" এ বিক্ষোভ মিছিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং সাধারণ জনগণ অংশ নেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং