ফজলার রহমান গাইবান্ধা প্রতিনিধি :জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিহত একজন ও আহত ১৩ যোদ্ধার পরিবারকে সম্মাননা দেওয়া হয়েছে। একই সাথে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দ্বদশ শ্রেণির ১৯৮ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে সাদুল্লাপুর উপজেলার আর এ গণি স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইয়ুব আলী-রহিমা খাতুন ফাউন্ডেশন ও আর এ গণি স্কুল এন্ড কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের কৃতি সন্তান ও দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (তদন্ত) মোতাহার হোসেন।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন,
আইয়ুব আলী-রহিমা খাতুন ফাউন্ডেশন ও আর এ গণি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাবেক শিক্ষক আইয়ুব আলী সরকার। মানুষের সেবা ও কল্যাণে কাজ করতে বাবা-মায়ের নামে ‘আইয়ুব আলী-রহিমা খাতুন ফাউন্ডেশনটি’ প্রতিষ্ঠা করেন মোতাহার হোসেন। নিজ এলাকার মানুষের কাছে টিপু নামেই পরিচিত তিনি।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, সিভিল সার্জন রফিকুজ্জামান, ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটু, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক নাজমুল হাসান সোহাগ, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের প্রভাষক শাহজাহান সাজু, ওসি তাজ উদ্দিন খন্দকার প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ ছাড়াও স্থানীয় সুধিমহল উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি কাব্যিক উপস্থানায় অতিথিসহ সকলকে মুগ্ধ করেন এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আকুল আকন্দ।
আলোচনা শেষে সাদুল্লাপুর উপজেলার আহত ১৩ জন ও নিহত একজনের পরিবারকে সম্মাননা ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১৯৮ জন কৃতি মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও সম্মাননা হিসেবে সনদ প্রদান করা হয়।
আলোচনা সভার বক্তব্যে প্রধান অতিথি মোতাহার হোসেন বলেন, আমাদের প্রত্যেকে নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। তাহলে নিজের অধিকার আদায়সহ এলাকার উন্নয়ন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সাদুল্লাপুর-গাইবান্ধা উন্নয়নের স্বপ্ন দেখি এবং তা বাস্তবায়নের চেষ্টা করছি। আগামীতে শিক্ষা, স্বাস্থ্যে উন্নয়নসহ ঘাঘট নদী শ্বাসনের আশ্বাস দেন তিনি।