বিনোদন প্রতিবেদক:ঈদের দ্বিতীয় দিন চমক নিয়ে হাজির হলেন কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রী ফারজানা সুমি। মঙ্গলবার (১লা এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে প্রকাশ করেছেন ‘আতরবিবিলেন’-এর ফার্স্ট লুক। মিজানুর রহমান লাবুর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত ‘আতরবিবিলেন’ সিনেমার পোস্টারে দেখা যাচ্ছে সিনেমার প্রধান চরিত্র অভিনেত্রী ফারজানা সুমিকে।
ফার্স্ট লুকে ফারজানা সুমিকে দেখা যাচ্ছে শাড়ি পড়া দুটি লুকে। চোখেমুখে এক ধরনের নির্লিপ্ত ভাব রয়েছে অভিনেত্রীর।
চরিত্রটি সম্পর্কে সুমি বলেন, ‘আতরবিবি সমাজের অন্য নারীদের মতোই স্বাভাবিক আর সুন্দর জীবনের স্বপ্ন দেখে। কিন্তু ভদ্রবেশি কিছু ভয়ংকর স্বার্থলোভী মানুষের স্বার্থ উদ্ধারের জন্য বারবার বলি হতে হয় তাকে। তার জীবনের নানা ঘাত-প্রতিঘাতের ঘটনাকে এক সুতোয় বেঁধে নির্মাতা এগিয়ে নিয়েছেন সিনেমার কাহিনি। পরতে পরতে রয়েছে আতরবিবির সংগ্রামী জীবন। নাম ভূমিকায় অভিনয় করা যেকোনো অভিনেতার জন্যই বড় পাওয়া। এই চরিত্রের জন্য আমাকে প্রচুর হোমওয়ার্ক করতে হয়েছে। স্ক্রিপ্টের আতরবিবির মতো করে নিজেকে তৈরি করার চেষ্টা করেছি। সেভাবেই খেয়েছি, পরেছি, কথা বলেছি। তারপরেই ক্যামেরার সামনে আতরবিবি হয়ে দাঁড়িয়েছি।’
সিনেমাটিতে ফারজানা সুমির বিপরীতে অভিনয় করেছেন গোলাম মুস্তফা প্রকাশ। এতে আরো অভিনয় করেছেন- রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ।