ফজলার রহমান গাইবান্ধা প্রতিনিধিঃ উন্নত চিকিৎসা সেবা ও মানসম্মত স্বাস্থ্য পরীক্ষার প্রতিশ্রুতি নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে আদর্শ ডায়াগনোস্টিক সেন্টারের ডায়াবেটিক কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ৫ এপ্রিল-২৫ শনিবার সকালে আদর্শ ডায়াগনোস্টিক সেন্টারে ডায়াবেটিক কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে মজিদুর রহমান সাদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর বলেন- “আদর্শ ডায়াগনস্টিক সেন্টারের ডায়াবেটিক কেয়ার সেন্টারের বদৌলতে পলাশবাড়ী উপজেলা বাসী খুব কম খরচে উন্নতমানের সেবা পাবেন বলে আমি বিশ্বাস করি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী সাখাওয়াত হোসাইন, ডাঃ শাহ আলম সরকার,পলাশবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হান্নান আজাদ,ডাঃ নাজমুজ্জামান ইকবাল, ডাঃ সিহাব মন্ডল, সাবেক জামায়াতের পৌর সেক্রেটারী তাজুল ইসলাম মিলন, মিলন সরকারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই দিন ৬০ জন ডায়াবেটিক রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং চিকিৎসাপত্র প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ ফজলে রাব্বী বুলু।