ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ৫ টি পরিবারের ১২ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তগকাল ৪ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়নের মধ্য চাপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্ত জবাইদুর রহমানের ছেলে, মনজুর আলমের ঘর থেকে বৈদ্যুতিক সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে সন্দেহ করছেন ক্ষতিগ্রস্তরা। আগুনের সবকিছু পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তরা হলেন, জবাইদুর রহমান, মনজুর আলম, আজেক আলী,আফজাল হোসেন, খাইরুল আলম, মধ্য চাপাপাড়া গ্রামের ইউপি সদস্য ইশারত আলী জানান, আমার বাড়ির পাশে বাবা ছেলের সহ আরও তিনটি পরিবার ‘আগুনে সব কিছু পুড়ে গেছে। কয়েকটি গরু, ছাগল, মুরগি টাকা পয়সা, ধান চাল, কৃষিপণ নদীসহ পড়নের মতো কোনো কাপড় নেই।ছেলেমেয়েদের পড়ার মতো বই নেই।পোড়া বাড়ির লোকজনকে খাবে খাওয়ার মত কোন কিছুই নেই। থাকার মতো বা মাথা বুঝার মত কোনো ঘর নেই।’
এই বিষয়ে, পীরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.রাকিবুল হাসানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে ঈদুল ফিতরের ছুটি থাকায় তিনি ফোন রিসিভ করেননি। এদিকে ‘অগ্নিকাণ্ডে ৫ টি পরিবারের ১২ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যাওদের তালিকা করে ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারিভাবে সহায়তা প্রদান করে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য জরুরী বলে, মনে করছেন এলাকাবাসী।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং