1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

পঞ্চগড়ে জাগপা’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।”আধিপত্যবাদ নিপাত যাক, ভারতীয় আগ্রাসন- রুখে দাঁড়াও জনগণ” এ শ্লোগান নিয়ে পঞ্চগড়ে রবিবার জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। দিবসটি উপলক্ষে বিকালে শহরের কদমতলার দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। সেখানে জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা জাগপা’র সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন , সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, প্রচার সম্পাদক আঃ খালেক, সদর উপজেলা জাগপার সভাপতি আনোয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক খোকন,বোদা উপজেলা জাগপার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহসাধারণ সম্পাদক লুৎফর রহমান, মোঃ বেলাল হোসেন, তেতুলিয়া উপজেলা জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক শফর আলী, জেলা যুব জাগপার আহব্বায়ক কামরুজ্জামান কুয়েত, সদস্য সচিব মোকসেদুল ইসলাম,সদর উপজেলা যুব সভাপতি আসমত উল্লাহ, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মানিক হোসেন, জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিম ,হাফিজা বাদ ইউনিয়ন জাগপার সভাপতি আল মামুন ,সাধারণ সম্পাদক সিদ্দিক ,হাড়িভাষা ইউনিয়ন জাগপা নেতা রনিক প্রধান,চাকলা ইউনিয়ন জাগপা নেতা আশরাফুজ্জামান রতন, আবেদ আলী , পৌর জাগপা ছাত্রলীগ আসাদ, এরশাদ, মুন্না, আশিক সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার (৬ এপ্রিল)। ১৯৮০ সালের এই দিনে প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে শফিউল আলম প্রধান জাগপার আহ্বায়ক কমিটি ও মূল-নীতিমালা ঘোষণা করেছিলেন। জাতীয় স্বাধীনতা আমাদের অঙ্গীকার’, ‘ধর্মীয় স্বাধীনতা আমাদের বিশ্বাস’, ‘জনগণের গণতন্ত্র আমাদের রাজনীতি’ এবং ‘স্বয়ং সম্পূর্ণ গণ-প্রতিরক্ষা ও ইনসাফভিত্তিক স্বনির্ভর স্বদেশ আমাদের অর্থনীতি’- এই ৪ নীতিতে যাত্রা শুরু করেছিল জাগপা। ২০০৮ সালে জাগপা নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করে।
প্রতিষ্ঠার পর থেকে ২০১৭ সালের ২১ মে পর্যন্ত জাগপা সভাপতির দায়িত্ব পালন করেন শফিউল আলম প্রধান। তার মৃত্যুর পর দলের সভাপতির দায়িত্ব নেন অধ্যাপিকা রেহানা প্রধান। ২০১৯ সালের ২২ অক্টোবর রেহানা প্রধান মারা যাওয়ার পর দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন শফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান। তিনি বর্তমানে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন। বক্তারা আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং ভারতীয় আগ্রাসনমুক্ত বাংলাদেশে এবারের জাগপার প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ভিন্ন আনন্দ দেয়। কারণ আওয়ামী লীগের বিগত ১৫ বছরের দুর্নীতি, গুম-খুন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে পতিত স্বৈরাচার ২০২১ সালের ১ ফেব্রুয়ারি জাগপার নিবন্ধন স্থগিত করে দেয়। তবে গত ১৯ মার্চ আদালতের রায়ে জাগপা আবারও দলীয় নিবন্ধন ফিরে পেয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই আনন্দ বার্তা আমরা দেশবাসীকে উৎস্বর্গ করছি। জাগপার সংগ্রাম দেশ ও জনগণের জন্য মুক্তির পথ। ৭১’র মহান স্বাধীনতা সংগ্রামে বীর শহিদ এবং ২৪’র জুলাই বিপ্লবের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং