নিজস্ব প্রতিবেদক :ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গাভিন গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে এক কসাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে অবৈধ জব্দকৃত মাংস স্থানীয় চারটি মাদ্রাসা এতিমখানায় বিতরণ করেছে।
সোমবার (৭ এপ্রিল ২০২৫ ইং) সকালে রানীশংকৈল পৌর শহরের শিবদিঘী যাত্রী ছাউনি মোড়ে শেখ ফরিদ নামের এক কসাই গাভিন গরু জবাই করেন। স্থানীয়দের অভিযোগে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশু জবাই ও মাংস বিক্রি নিয়ন্ত্রণ আইনের আওতায় শেখ ফরিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জবাইকৃত গরু গাভীর পেটে বাচ্চা পাওয়া যাওয়ায় এটি পশু কল্যাণবিরোধী কাজ হিসেবে গণ্য করেন।
জানা গেছে, ঘটনাটি জানার পর স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং মানবিক দিক বিবেচনায় জব্দকৃত অবৈধ মাংস স্থানীয় কয়েকটি মাদ্রাসা
এতিমখানায় বিতরণ করেছেন।
উল্লেখ্য যে অবৈধ গাভীন গরুর মাংস জব্দ করে চারটি স্থানীয় মাদ্রাসা এতিমখানায় বিতরণ করেন।
কসাই ফরিদ গরুর মাংস ব্যবসায়ী বৈধ টাকা দিয়ে গরু ক্রয় করে শিবদিঘি ছাএী ছাউনি বাজারে এনে মাংস বিক্রির জন্য জবাই করেন,
জবাইয়ের কাজ সম্পন্ন করে পেটে বাচ্চা পাওয়া যায়।
বিষয়টি সম্পর্কে জানাজানি হলে ছড়িয়ে পড়ে আশেপাশে এরই মধ্যে প্রশাসন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিশ্চিত করেন অবৈধ মাংস, সেই গরুর মাংস অবৈধ বিক্রি যোগ্য নয় উপস্থিত থেকেই অবৈধ কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কসাই ফরিদকে পাঁচ হাজার টাকা জরিমানা সহ অবৈধ মাংস জব্দ করেন।
রাষ্ট্রীয় আইনে অবৈধ মাংস বিতরণে আলোচনা ও সমালোচনার ঝড় তুলেছেন,
কসাই ফরিদ ছোট ব্যবসায়ী ৫০০০ টাকা জরিমানা আবার মাংস সহ ক্ষতিগ্রস্তের পাত্র হলেন।