রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা।।ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় এক অসহায় পরিবারের জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক ব্যাক্তি বর্গের শরনাপন্ন হয়েও কোন ফল পাচ্ছেন তারা। এছাড়াও প্রতিপক্ষের লোকজনের অব্যাহত হুমকির কারণে জীবনের নিরাপত্ত্বাহীনতায় ভূগছেন ভূক্তভোগী পরিবারের লোকজন। এর থেকে পরিত্রাণ পেতে সকলের সহযোগীতা কামনা করেছেন।
স্থানীয়রা জানান, ঘনিমহেষপুর গ্রামের মৃত মন্ডলের ছেলে খাইরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন যাবৎ একই গ্রামের নজরুল ইসলামের ছেলে আবদুর রহমানের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।
এরই জের ধরে আইনকে বৃদ্ধাংঙ্গুলী দেখিয়ে ভূক্তভোগী অসহায় পরিবারের পৈত্রিক সম্পত্তি ঘর তুলে দখল করে নিয়েছে প্রতিপক্ষের লোকজন।
প্রতিবেশী আমিরুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনসহ রাজনৈতিক নেতারা একাধিকবার বিষয়টির ফায়সালা দিলেও দখলদার খাইরুল ইসলাম সেটা মানতে নারাজ।
আবদুর রহমান জানান, তার বাবা ও তিনি দীর্ঘদিন অসুস্থ, বেশির ভাগ বিছানায় সময় কাটে তাদের। চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলেন তাঁরা। সেই সুযোগে বাড়ি সংলগ্ন তিন শতক জমিতে ঘর তুলেছেন খাইরুল ইসলাম।
আবদুর রহমানের মা রহিমা খাতুন বলেন, মানুষের কাছে সাহায্য তুলে স্বামী ও বড় ছেলের চিকিৎসা করাতে রংপুর মেডিকেল হাসপাতালে গিয়েছিলেন। বাড়িতে ফিরে দেখে তাদের জমিতে ঘর তুলেছে খাইরুল।
আবদুর রহমানের স্ত্রী ফাহিমা খাতুন বলেন, স্বামী ও শশুর শারীরিক ভাবে অচল হয়ে বিছানায় পরে আছে। একজন ছোট দেবর আছে, সে-ও ঢাকায় রিকশা চালায়। বাড়িতে কথা বলার কোন মানুষ নাই। আমরা কিছু বলতে গেলেই তাঁরা লাঠি নিয়ে মারতে আসে। আমাদের কোন মূল্যই নাই তাদের কাছে।
এ বিষয়ে প্রতিপক্ষ খাইরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে।
এ ব্যাপারে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল কাদের বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং