প্রথম সন্তান জন্ম নিলে
স্বজনেরা খুশি,
ঘরে ঘরে খুশির বার্তা
ছড়ায় দিবানিশি।
পিতা মাতা স্বজনেরা
হৃদয় ফুল আনন্দে,
সফলতা কামনা চায়
এমন বলে কান্দে ।
এই প্রতিষ্ঠান সমিতির হাট
উচ্চ বিদ্যালয়ে,
এসএসসি -২৫ সদা থাকবে
বিদ্যাঙ্গনে জড়িয় ।
এই প্রতিষ্ঠানের প্রথম পুষ্প
শাকিব কারিম তুহিন,
নুসরাত ঝুমুর ডুমুর ফুলে
মোবারক বেলাল মহিন।
এরা প্রথম প্রস্ফুটিত
আছে স্নেহ আমিনা,
সৌরভ ছড়িয়ে দিও তোমরা
এই বাগানের সেলিনা।
তোমরা সৎ কর্ম নিয়ে
বিশ্বে পৌঁছাও ,
আর সফলতা নিয়ে
বহুদূর এগাও।