1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইক্ষু খামার থেকে অপহৃত কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে সাংবাদিক আটক করায় – তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের পলাশবাড়ীতে মহাসড়কে ট্রাক চাপায় নিহত ১ গাইবান্ধা সাবেক এমপি শাহ সরোয়ার কবির গ্রেফতার অবশেষে প্রকাশ পেল ‘আতরবিবিলেন’ সিনেমার টিজার চীন সরকারের উপহার হাসপাতালটি পঞ্চগড়ের প্রাপ্য দেশে ১ হাজার শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁও এ করার দাবী পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়ির খড়ের ঘরে আগুন চীন-মৈত্রী হাসপাতালটি অবশ্যই ঠাকুরগাঁও অঞ্চলে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কমর্সুচি আসছে- ফারুক হাসান সোনালী ব্যাংক ম্যানেজারের সহায়তায় একাউন্ট থেকে এক শিক্ষকের ১৫ লক্ষ টাকা স্থানান্তর

ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ, আহত-২০

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে গেদুড়া কিশমত গ্রামে জমি দখলকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে ১৪৪ ধারা ভঙ্গ করে আবারও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ফলে নতুন করে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় কাউন্সিল ও চেকপোস্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে ১৪৪ ধারা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক।

আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হলেও শনিবার (১২ এপ্রিল) রাত ১০টার পর থেকে ১৪৪ ধারা ভঙ্গ করে দফায় দফায় আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ২০জন। এছাড়া বাইরের কয়েকজনও আহত হয়েছেন বলে জানা গেছে। প্রশাসন কেন তাদের নিয়ন্ত্রণে আনতে পারছে না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন জনসাধারণ।

বর্তমানে হরিপুরের গেদুরা ও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রানীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, জেলার হরিপুর উপজেলার আমগাঁও কিশমত গ্রামে বিবাদমান জায়গায়কে কেন্দ্র করে মাহাতাব ও আব্দুস সালাম পক্ষের মধ্যে সংঘর্ষ, বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনার জেরে শনিবার রাতে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় বাজারে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে এলাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দেয়। এজন্য উপজেলা প্রশাসন ধর্মগড় কাউন্সিল ও চেকপোস্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১১ এপ্রিল) হরিপুরে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনায় শুক্রবার গেদুড়া ইউনিয়নের কিসমত আটঘরিয়া বাজারে ১৪৪ ধারা জারি করে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে এখনও ১৪৪ ধারা কার্যকর আছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং