স্টাফ রিপোর্টার ঃনরসিংদীর পলাশ উপজেলায় বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত শান্তি মিছিলে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সার কারখানা এলাকায় মিছিলটি পৌঁছালে মোজাম্মেল হক নামে এক ব্যবসায়ী ও তার অনুসারীরা মিছিলে বাধা দেয় এবং হামলা চালায়। অভিযোগ রয়েছে, মোজাম্মেল কোমরে থাকা চেইনস্টিক দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার নেতাকে আঘাত করেন।
এ সময় উত্তেজিত জনতা মোজাম্মেল ও তার সহযোগীদের গণধোলাই দেয়। আহত মোজাম্মেল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
পলাশ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন বলেন, “মোজাম্মেল গং স্বৈরাচারের দোসর, তাদের বিচার ও গ্রেপ্তার চাই।” ছাত্রনেতা আরিফ ও স্থানীয় বাসিন্দারা জানান, মোজাম্মেল আওয়ামী লীগের দালাল হিসেবে পরিচিত এবং হামলার নেতৃত্ব দেন।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। পলাশ বালিয়ার মোহাম্মদ মোজাম্মেল গং দের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এ ব্যাপারে মোজাম্মেলের বক্তব্য নিতে গেলে তাকে পাওয়া যায়নি এলাকাবাসী জানান মোজাম্মেল চিকিৎসাধীন রয়েছে