মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে কামাত পাড়ায় তিন সন্তানের জননীকে খাঁন (২৭) নামের এক কাপড় ব্যবসায়ী ভুট্টা ক্ষেতের ভিতরে ঢুকিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে থানায় মামলা না করে অভিযুক্তকে ভয়ভীতি দেখিয়ে স্থানীয় নেতা ও ইউপি সদস্য মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে গত মঙ্গলবার দুপুরে ২৮ বছরের তিন সন্তানের জননী মসলিমা তার বাড়ির পাশের ভুট্টা খেতে ছাগলকে ঘাস খাওয়ার জন্য নিয়ে গেছিল । সেখানে তাঁকে একা পেয়ে খাঁন ওই তিন সন্তানের জননীকে ধর্ষণ করার জন্য আক্রমন করে। পরে ওই তিন সন্তানের জননীর কান্না ও চিৎকারে ধর্ষিতার ভাসুর ও পাড়াবাসী এগিয়ে গেলে খাঁন পালিয়ে যায়। অভিযুক্ত ধর্ষণ কারী ১ নং পাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কামাত পাড়া গ্ৰামের মৃত দবিরুল ইসলাম এর ছেলে খাঁন ।
এবিষয়ে জানতে চাইলে ১ নং পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল বলেন আমি এখানে কোন সংবাদ পাইনি । কিন্তু মসলিমার পরিবারের সদস্যরা মামলা করতে রাজি হননি। পাড়ার ওই ওয়ার্ডের ইউপি সদস্য স্থানীয় নেতাকর্মীরা সহ একটি কাগজ দেখিয়ে বলেছেন, খাঁন এর বিরুদ্ধে আনীত ধর্ষণের অভিযোগটি তাঁরা সামাজিকভাবে বিচার করেছেন।
এবিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শওকত আলী সরকার জানান আমরা এখনো কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং