মোঃ আইনুল হক পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। বাংলাদেশের ফেনী জেলার এক গ্রামে জন্ম নেওয়া সাইমুন মজুমদার আজ তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণার নাম। ২০০৩ সালের ১২ জুন জন্মগ্রহণকারী সাইমুন বর্তমানে পোল্যান্ডের গদানস্ক বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত। তবে তার শিক্ষাজীবনের একটি বড় অংশ কেটেছে ঢাকায়—মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা তিনি রাজধানী ঢাকাতেই সম্পন্ন করেন।
সাইমুন শুধুমাত্র একজন শিক্ষার্থী নন, তিনি একজন উদ্যমী উদ্যোক্তা, অভিবাসন মেন্টর, কনটেন্ট নির্মাতা এবং মানবিক সমাজসেবক। তিনি Euro Path নামক একটি শিক্ষা পরামর্শ প্রতিষ্ঠান পরিচালনা করছেন, যার মাধ্যমে তিনি শত শত শিক্ষার্থীর স্বপ্ন পূরণে সহায়তা করছেন। তার লক্ষ্য— শিক্ষার্থীদের সঠিক তথ্য ও দিকনির্দেশনার মাধ্যমে বিদেশে পড়াশোনার পথকে সহজ ও স্বচ্ছ করা।
বিদেশে অবস্থান করেও তিনি দেশের সাথে গভীরভাবে সংযুক্ত। দেশের শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে থেকে তিনি নিয়মিত পরামর্শমূলক ভিডিও, লাইভ সেশন এবং গাইডলাইন দিয়ে থাকেন। তার অভিজ্ঞতা-ভিত্তিক পরামর্শ শিক্ষার্থীদের বিভ্রান্তি কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
পাশাপাশি, সাইমুন ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে কনটেন্ট তৈরি করে থাকেন যা তরুণদের বিশ্বকে নতুনভাবে জানার আগ্রহ জাগায়। তিনি শুধু নিজের অভিজ্ঞতাই ভাগ করে নিচ্ছেন না, বরং অনেককে স্বপ্ন দেখতে, সাহস পেতে এবং নিজেদের গন্তব্য তৈরি করতে অনুপ্রাণিত করছেন।
এছাড়াও, সাইমুন সবসময় চেষ্টা করেন দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। তার মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতা বিশেষভাবে লক্ষণীয়।
সাইমুন মজুমদারের চিন্তাধারা, কাজের পরিধি এবং নেতৃত্বগুণ আজ তাকে বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে একজন তরুণ পথপ্রদর্শক হিসেবে পরিচিত করেছে। তার মতো তরুণদের মাধ্যমেই আগামীর বাংলাদেশ আরও উজ্জ্বল ও সম্ভাবনাময় হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সকলের।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং