রেজাউল করিম (রাজা),নিজস্ব প্রতিবেদক।।হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ উপজেলার রামপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্র ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর এসএসসি পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর, গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভাঙচুর করেছে পরীক্ষার্থীরা, এই অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে (২১ এপ্রিল ২০২৫ ইং) পরীক্ষা শেষে এই ভাঙচুর চালায় পরীক্ষার্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় পুলিশ ও সেনাবাহিনী। তবে কেউ আটক বা আহত নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো: কবির হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রটি ছিল রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা কয়েকটি বেঞ্চ ও কিছু গ্লাস ভাঙচুর করেছে। কেউ আহত নেই, এই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৭২ জন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা ভাঙচুর করেছে, তাদের শনাক্ত করে পরিবারকে ডেকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে বলা হয়েছে, বলে নিশ্চিত করেছেন তিনি।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং