ঠাকুরগাঁও প্রতিনিধি :মানবাধিকার উন্নয়ন, নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা সৃষ্টির বিষয়ে ঠাকুরগাঁওয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থার মানব কল্যাণ পরিষদের আয়োজনে গতকাল এমকেপি প্রশিক্ষণ কেন্দ্রে হোপ প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক নাজমুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুলফিকার আলী, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার ও অনলাইন জার্নালিস্ট ফোরাম, ঠাকুরগাঁও এর সভাপতি মো: আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক মোবারক আলী, সমাজ কর্মী রাবেয়া বেগম, নাজমিন বেগম স্নিগ্ধা, হোপ প্রকল্পের সমন্বয়কারী রাশেদুল আলম লিটন, প্রকল্প কর্মকর্তা রোজি আক্তার প্রমুখ।
সভায় বক্তারা দেশের বিশেষত ঠাকুরগাঁওসহ প্রকল্প এলাকাগুলোর মানবাধিকার লংঘন এর ঘটনাগুলোর উদ্বেগ প্রকাশ করেন। এসময় তারা মানবাধিকার লংঘন, নারী নির্যাতন ও বাল্য বিবাহসহ সানাজিক ব্যাধিগুলো দূরীকরণে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় সাংবাদিক, সমাজ কর্মী, নারী নেত্রী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মীরা ছাড়া প্রকল্পের কর্মকর্তারাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং