আমি এলোমেলো হাঁটি
আজ কেউ বিদায় দিতে আসেনা,
কমতে কমতে কখন যে
শূন্য কোঠায় এসে পৌঁছালো
টেরই পেলাম না।
তারপরও একবার পেছন ফিরে তাকালাম,
থমকে দাঁড়ালাম
তীব্র কষ্টে বুকটা হুহু করে কেঁদে উঠলো
হাত দিয়ে চোখের পানি মুছে নিলাম-
আলতো ভাবে।
আপন মানুষ গুলো
কখন যে এতোটা পর হয়ে গেলো-
বুঝতে পারিনি
বুঝতে পারিনি
মায়া মাখা পৃথিবীটা
শুধুই মিথ্যে অভিনয়।
আমি এলোমেলো হাঁটি
কাঁধে ব্যাগ ঝুলিয়ে,
কখন যে চোখের জল গড়িয়ে পড়তে শুরু করলো
টেরই পেলাম না।