1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতের পেহেলগামে হামলার ঘটনায় বাংলাদেশ জাসদের নিন্দা গাইবান্ধায় দুর্বৃত্তের ছুরিকাঘাতের পর অটোবাইক ছিনতাই চালক নিহত ‎ ‎ ‎হরিপুরে পুকুরের  পানিতে ডুবে দুই শিশুর  মৃত্যু ‎ ‎ ফ্যাসিবাদের পতন হয়েছে এখন আমাদের মধ্যেও অনৈক্য লক্ষ্য করা যাচ্ছে :পঞ্চগড়ে নুরুল হক নুর আমি এলোমেলো হাঁটি  //  নীলিমা আক্তার নীলা পঞ্চগড়ে পুকুরে বিষ দিয়ে নিধন পাঁচ লাখ টাকার ক্ষতির দাবি মৎস চাষীর পঞ্চগড়ের জমি সহ কাজী নাবিল ও তার পরিবারের ৩৬২ একর জমি-বাড়ি-বিনিয়োগ জব্দের আদেশ গাইবান্ধায় দুর্বৃত্তের ছুরিকাঘাতের পর অটোবাইক ছিনতাই চালক নিহত মুক্তি পেল বর্ণালী সরকার’র ‘তুমি দূর আকাশের তাঁরা’ সংবাদ প্রকাশের জেরে তেঁতুলিয়ায় সাংবাদিক লাঞ্ছিত

ফ্যাসিবাদের পতন হয়েছে এখন আমাদের মধ্যেও অনৈক্য লক্ষ্য করা যাচ্ছে :পঞ্চগড়ে নুরুল হক নুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।ফ্যাসিবাদের পতন হয়েছে এখন আমাদের মধ্যেও অনৈক্য লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের আধিপত্য, তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ভিপি নুর বলেন, শুভেন্দু সহ ভারতের কিছু নেতা বলে বাংলাদেশকে দখল করে নিবে। আমরা বলি বাংলাদেশের সাথে লাগতে আইসেন না টিকতে পারবেন না। ভারতই তো অন্য দিকে দখল হয়ে যাচ্ছে। একদিকে পাকিস্তান অন্যদিকে চীন গুতা দিচ্ছে। তাদের সামলাতে জান শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ গুতা দিলে ত্রিমুখী গুতায় টিকতে পারবেন না। গণঅভ্যুত্থানে শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্টের পতন ঘটায়নি ছাত্র জনতা ভারতের আধিপত্যবাদ উচ্ছেদ করেছে। আওয়ামী লীগ ছিলো ভারতের দাস। তারা এখন পালিয়ে ভারতে অবস্থান করছে। নাম বদলে হিন্দু নাম দিয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের আর ঠিকানা হবে না। তাদের আর রাজনীতি করতে দেয়া হবে না।
তিনি আরো বলেন, ৫ তারিখের পরেও টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, কাঁচা বাজারে চাঁদাবাজি বন্ধ হয়নি। এখনো অবাধে চলছে। গণঅভ্যুত্থানের পরেও আওয়ামী লীগের মতো দখলবাজি চাঁদাবাজি বন্ধ হয় নি। সাধারণ মানুষের রক্তচোষাদের উপস্থিতি এখনো আছে। তাদের বলতে চাই ভোট কিন্তু এখনো আসেনি। মানুষ ভোটে এর জবাব দেবে। গত ১৬ বছরে আওয়ামী লীগ ভারতের দাশে দেশকে পরিণিত করেছে। বিগত দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরিহ বেহায়ার মত বলেছে ভারত বাংলাদেশের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর মত সম্পর্ক। এই নিলজ্জ বেহারাই ভারতে গিয়ে নাম পরিবর্তন করেছে মুসলমান থেকে হিন্দুর নাম দিয়েছে বাঁচার জন্য। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি ন্যায্যতার সম্পর্ক কোন গোলামীর সম্পর্ক নয়।
ভিপি নুর বলেন, আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন এজেন্ট। ভারতের একটা দাস। ভারতের গোলামী করা একটি রাজনৈতিক দল। ২৪ গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের ঠিকানা আর বাংলাদেশে হবে না। পৃথিবীতে এই ধরনের জঘন্য গণহত্যা এবং বর্বরতার পরে কোন রাজনৈতিক দল আর রাজনীতি করতে পারেনি। আওয়ামী লীগ আর এই দেশে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আপনারা কি আওয়ামী লীগ নিষিদ্ধ চান না। আপনারাও চান।
সুযোগ পেলে সার্বজনীন স্বাস্থ সেবা নিশ্চিত করা, বন্ধ চিনিকল চালু করা ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টিসহ নানা উদ্যোগের কথা বলেন।
গণ অধিকার পরিষদ পঞ্চগড়ের আহ্বায়ক মাহফুজার রহমানের সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে, খন্ড খন্ড মিছিল নিয়ে গণসমাবেশ স্থলে আসেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

 

এর আগে তিনি দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে একটি পথসভায় বলেন, দেশে চাঁদাবাজি আগে যেমন চলেছিল, এখনও তেমনি চলছে। ব্যক্তির বদল হয়েছে, খাওয়া দাওয়া পার্টির বদল হয়েছে কিন্তু এই অপকর্মের দুর্বৃত্তের বদল হয়নি। ঢাকাসহ সারা বাংলাদেশের যেখানেই যাই সেখানেই শুনি বাসস্ট্যান্ড,ট্যাম্পু স্ট্যান্ড, কাঁচা বাজার, পরিবহন মিল, ফ্যাক্টরি, ব্যবসা প্রতিষ্ঠানে আগের মতোই চাঁদাবাজি, দখলবাজি চলছে।
এর আগে তিনি উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের টোকরাভাষা গ্রামে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ সাজু ইসলামের কবর জিয়ারত করেন।

নূর আরো বলেন, মানুষের জমি দখল করবেন, খাল দখল করবেন, মানুষের উপর জুলুম করবেন আবার সেই মানুষের কাছে ভোট চাইতে যাবেন কোন মুখে?

নূর আরও বলেন, আওয়ামী দুঃশাসনে যখন অন্যান্য দলগুলো কোনঠাসা। যখন অনেকেই হাল ছেড়ে দিয়েছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আওয়াজ তুলেছিলাম। ২০১৮ সালের কোটা আন্দোলন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনের পরে আমরা বলেছিলাম এই ফ্যাসিবাদী রাষ্ট্রের পরিবর্তে রাষ্ট্র বিনির্মাণে নতুন ধারার রাজনীতি দরকার। তরুণদের এগিয়ে আসা দরকার। চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা সেটা প্রমান করেছি।

দেবীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আফতাব আলম ভুঁইয়ার সভাপতিত্বে পথসভায় এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি আব্দুর রহমান, দেবীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইসরাফিল আলম, দেবীগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাসুদ ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মাজেদুল ইসলাম ইমু প্রমুখ। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং