শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার অনুষ্ঠিত এক জরুরি সভায় ভারতের পেহেলগামে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। শনিবার সন্ধ্যায় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ নিন্দা জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।
সভায় অন্যান্যের মধ্যে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সহসভাপতি সামুর কিবরিয়া প্রধান, সহসভাপতি নাজিমউদ্দীন, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু , তেঁতুলিয়া উপজেলা সভাপতি জাহিদুল ইসলাম, আটোয়ারী সভাপতি আনছার আলী মিঠু, সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র বর্মন বক্তব্য দেন।
সভায় বক্তাগণ দেশের সমসাময়িক রাজনীতির পরিস্থিতি ও দলের করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধের জেরে অমল চন্দ্রের বাসায় হামলা ভাংচুর ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান।
জনাব প্রধান ভারতের কাশ্মীরের পেহেলগামে হামলার নিন্দা জানিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনসহ অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষনার দাবী জানান।