1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :

পঞ্চগড়ে অনলাইন জুয়াকে লালকার্ড প্রদর্শন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।” তরুণ মন গড়ুক দেশ, জুয়ার নেশা করুক শেষ “এই শ্লোগান নিয়ে অনলাইন জুয়ার ভয়াল থাবা নির্মূলের লক্ষ্য নিয়ে এক সচেতনতামূলক সেমিনার আজ রবিবার পঞ্চগড় সদর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় পঞ্চগড় অনলাইন জুয়া বিরোধী কমিটি এ সেমিনারের আয়োজন করে।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন কমিটির আহ্বায়ক এএফএম তানজিরুল ইসলাম। সেমিনারে অন্যান্যদের মধ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ হিল জামান, কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের, আজহারুল ইসলাম জুয়েল, শহীদুল ইসলাম শহীদ, সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান, শিব্বির আহমেদ সুজন বক্তব্য দেন। সেমিনারে কয়েকজন ইমাম ও ভুক্তভোগী জুয়ার বাস্তব ঘটনা তুলে ধরেন।
বক্তারা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিভঙ্গির আলোকে জুয়ার কুফল তুলে ধরেন। এখনই জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যমান আইনের সংশোধনী এনে এর প্রয়োগ করার দাবি জানান। কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট এম এ কে মিলন সেমিনারটি সঞ্চালনা করেন।
সেমিনার শেষে সকলে লাল কার্ড প্রদর্শন করে অনলাইন জুয়াকে প্রত্যাখ্যান করেন।
সেমিনারে সদর উপজেলার সকল মসজিদের ইমাম, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও ভুক্তভোগীসহ শতাধিক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং