শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।পঞ্চগড় বাজারে বিড়ি- সিগারেট বিক্রয়স্থলে প্রচারণার উদ্দেশ্যে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদানের কারণে সোমবার পঞ্চগড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজন দোকানদারকে দুই হাজার তিন শত টাকা জরিমানা করে আদায় করেছেন।
নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী, মোঃ তাহমিদুর রহমান, মোহাম্মদ সোহেল রানা ও মোঃ আরিফ হোসেন চৌধুরী আদালত পরিচালনা করে এই জরিমানা করেন । বিজ্ঞাপনগুলো ধ্বংস করে ভবিষ্যতে এমন বিজ্ঞাপন প্রদর্শন না করতে সতর্ক করে দেন। এসময় সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।