নিজস্ব প্রতিবেদক।। ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নে চাঞ্চল্যকর এক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী আক্কাসের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি কিশোর গ্যাং মঙ্গলবার দুপুরে ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুলের বাড়িতে হামলা চালায়।
হামলার সময় গ্যাং সদস্যরা ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং মূল্যবান সামগ্রী লুটে নেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ বাহিনী। অভিযান চালিয়ে গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আক্কাস দীর্ঘদিন ধরে একটি কিশোর গ্যাং লালনপালন করে আসছে, যারা এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। প্রশাসনের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সাধারণ জনগণ।
অন্য দিকে এই ঘটনা অন্য দিকে প্রবাহিত করার অপচেষ্টা করছে একটি কুচক্রী মহল।