ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ সম্প্রীতি ২৬/০৪/২৫ শনিবার পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের মিলন বাজার ডাঙ্গীপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বেড়ে উঠা একটি শিমুল গাছ বিক্রির উদ্দেশ্যে কাটা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কর্তন করা গাছটির মূল্য আনুমানিক ১ লাখ টাকা হবে বলে জানান কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ডের উদ্বোধন কর্তৃপক্ষ গাছ কাটার বিষয়টি অবগত হওয়ার পর।কতৃপক্ষের আদেশক্রমে সরকারি সম্পদ রক্ষার স্বার্থে ছুটে যান পীরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দপ্তরের কার্যসহকারী হাসান আলী।এরপর ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান একটি বড় শিমুল গাছের বেশ কয়েকটি টুকরো ট্রাক্টর গাড়িতে তোলা হচ্ছে। বাধা দিতে গেলেই ঘটে যত বিপত্তি হাসান আলি জানান, আমাকে ধাক্কাধাক্কি করে অকথ্য ভাষায় গালাগালিসহ লাঠি হাতে ৬ থেকে ৭ সাতজন গাছ খেকো অপমান অপদস্থ করে। পরে আমি বিষয়টি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি।
এই বিষয়ে ১নং ভোমরাদহ ইউনিয়নের বিট ইনচার্জ,এস আই মিরাজ,ঘটনাস্থলে গিয়ে বলেন। মিলন বাজার জাঙ্গিপাড়া মৌজা আওতাধীন সরকারি সম্পত্তির একটি শিমুল গাছের কর্তনের অংশগুলো জব্দ করা হয়েছে।
। এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম,জানান, একটি শিমুল গাছের কর্তনের অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।
এদিকে গাছ চুরির অভিযোগে, সরকারি সম্পত্তি বিনষ্ট /গাছ কাঁটার দায়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে। গত ২৭ /০৪/২০২৫ ইং তারিখে ঠাকুরগাঁও পানি উন্নয়ন উপ- বিভাগ ৪ বাপাউবো উপ-বিভাগীয় প্রকৌশলী অনন্ত কুমার রায় (অঃদঃ) পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অনলিপি দিয়েছেন।