ইউক্রেনের উত্তরাঞ্চলে চেরনিহিভ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এই হামলা জঘন্য বলে মন্তব্য করেছে জাতিসংঘ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন হামলায় ৭ জন নিহত ও ১৪৪ জন আহত হয়েছেন।
ইউক্রেনে জাতিসংঘের সমন্বয়কারী ডেনিস ব্রাউন বলেছেন, সকালবেলা মানুষ যখন বাইরে যায়, ধর্মীয় আচার পালন করতে চার্চে যায়, তখন এ রকম হামলা জঘন্য। তিনি আরও বলেছেন, ‘ইউক্রেনের জনবহুল এলাকায় রাশিয়ার এ ধরনের হামলার ঘটনায় আমি আবারও নিন্দা জানাচ্ছি।’ আন্তর্জাতিক আইনে বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা নিষিদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।