মোনালিসা—বিখ্যাত ইতালীয় চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির অনন্য শিল্পকর্ম। এর খ্যাতি বিশ্বজোড়া। ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভর জাদুঘরের সংরক্ষিত আছে শিল্পকর্মটি। তবে ১৯১১ সালের ২১ আগস্ট লুভর থেকে চুরি হয়ে যায় মোনালিসা। এই ঘটনার পেছনে স্পেনের আরেক বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোকে দায়ী করা হয়। কেননা, ওই সময় লুভর থেকে চুরি হওয়া বেশ কিছু শিল্পকর্ম কিনেছিলেন পিকাসো। পরে অবশ্য মোনালিসার সন্ধান মেলে। লুভরে ফেরে শিল্পকর্মটি। অভিযোগ থেকে মুক্তি পান পিকাসো।