“দৈনিক ঝড়” নি:সন্দেহে একটি বর্তমান সময়ের মাইলফলক হয়ে থাকবে। এ পত্রিকাটি নতুন রুপে, প্রতিবাদী ও সত্যকে সত্য হিসেবে প্রকাশ করবে বলে মনে করি। আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি কিছু পত্রিকা বা সংবাদকর্মী সরকারি অথবা বিরোধী পক্ষ হয়ে নিউজ করে। যেটা কখনোই স্বাধীন দেশে কাম্য নয়। এই পত্রিকার সাথে জড়িত ও বার্তাবাহক সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।
মোঃআলমগির হক
কার্য-নিবাহী কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক জাতীয় ছাত্র সমাজ, ঠাকুরগাঁও জেলা শাখা।