চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে চেক প্রতারণার দুই মামলায় দণ্ডিত মো. আবদুর রব নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) ভোরে নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি আসকারাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবদুর রব পতেঙ্গা থানার মুসলিমাবাদ কাঠগড় এলাকার এ আর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জাগো নিউজকে বলেন, গ্রেফতার আবদুর রব চেক প্রতারণার দুই মামলার দণ্ডিত আসামি। এক মামলায় এক বছর কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা, আরেক মামলাতে এক বছর কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। আদালতের দেওয়া সাজা এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন। রোববার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।