1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চীনের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি ছাত্রজনতার দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বোয়ালখালী সদরে গোমদন্ডী পাইলটস্কুলের হলরুমে জিয়া স্মৃতি পরিষদ’র উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান বালিয়াডাঙ্গীতে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে জোর পূর্বক গ্ৰাম্য সালিশ বিদেশে উচ্চশিক্ষার পথ দেখানো এক আলোকবর্তিকা — সাইমুন মজুমদার দেশে বাড়ছে রাজনৈতিক – আওয়ামী লীগের ঝটিকা মিছিল চীনের হাসপাতাল।। পঞ্চগড়ে করার দাবিতে উত্তাল পঞ্চগড়।। মুসল্লিদের অবস্থান মানববন্ধন আধুনিকতার ছোয়ায় হারিয়ে গেছে শৈশবের খেলাধূলা চার মাসের সন্তানকে বিক্রি করে দেহকে সাজসজ্জা ও মোবাইল কিনলেন মা!

২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে হাজী মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৭২ বার পড়া হয়েছে

আবদুল ছাত্তার লিটন।। ২০০৪ সালের ২১শে আগষ্টের ঐদিনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বিএনপি ও জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদপুষ্ঠে ভয়াবহ গ্রেনেড হামলা আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানসহ নিহত ২৪ জনের স্মরণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আজ বিকেলে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ আগষ্ট সোমবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ কবিরহাট উপজেলার সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে ,মুজিব আদর্শের সৈনিকদের নিয়ে শহরের পৌর চত্বর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের পাশে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ কবিরহাট উপজেলা শাখা সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মেয়র জহিরুল হক রায়হান,ছাত্রলীগ কবিরহাট উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ,সাধারণ সম্পাদক আবদুল জলিল ফারহান সময় বক্তব্য রাখেন।
সভায় হাজী মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, ২০০৪ সালের আজকের দিনে বিএনপির ও স্বাধীনতা বিরোধী জামায়াতের নেতৃত্বোধীন চারদলীয় জোট সরকারের আমলে তৎকালীন সময়ে রাষ্ট্রিয় পৃষ্টপোষকতায় আমাদের প্রাণের স্পন্দন আজকের সফল প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনার বঙ্গবন্ধু এভিনিউর জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছি। কিন্তু ঐ সময়টাতে নেতাকর্মীরা মানব ঢাল হিসেবে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তখন আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানসহ ২৪জনকে প্রাণ দিতে হয়েছিল। তিনি এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টান্তমীলক শাস্তির দাবী জানিয়ে বলেন,শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে এবং দেশে স্বাধীনতা পরবর্তী কোন সরকার যা করতে পারেনি ঠিক তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত প্রায় দেড়যুগে দেশের বিভিন্নস্থানে বড় বড় মেগাপ্রকল্প পদ্মা সেতু,মেট্রোরেল,কর্ণফূলির তলদেশে বঙ্গবন্ধু ট্যানেল,রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনসহ গ্রামকে শহওে পরিণত করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। এছাড়া ও দেশের সকল অসহায় গৃহহীনদের জন্য সরকারী অর্থায়নে প্রত্যেককে দুইশতক জমিসহ পাকা গৃহ নির্মাণ করে প্রায় কয়েক লাখ মানুষকে গৃহের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বয়স্কভাতা,মুক্তিযুদ্ধ ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধীভাতা ও স্বামী পরিত্যক্ত ভাতার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আরো বলেন,স্বাধীনতা বিরোধী খুশীলবরা যারা আওয়ামীলীগে আশ্রয় নিয়েছে তাদের গতিবিধি সম্পর্কে উপস্থিত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মুজিব সৈনিকদের সর্তক থাকার পরামর্শ দেন। তিনি আগামীতে বিএনপি জামায়াতের সরকার হঠানোর আন্দোলনের নামে যেকোন ধরনের অপতৎপরতা প্রতিহতের ঘোষনা দেন।

হাজী মোহাম্মদ ইব্রাহিম আরো বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৫ আসনে নৌকার প্রার্থী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কে আরো এগিয়ে নিতে নৌকার প্রতীকে ভোট দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পরে ২০০৪ সালের আজকের দিনে যারা গ্রেনেড হামলায় নিহত হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং