সদ্য সত্য কথা ও সত্য প্রকাশ করার মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্ব, দক্ষ ও অভিজ্ঞ, সাহসী, লক্ষ মানুষের কন্ঠস্বর, প্রবীণ সাংবাদিক আমাদের সকলের প্রিয় চাচা জনাব শাওন আমীন। তার সম্পাদিত “দৈনিক ঝড়” নামে একটি দৈনিক পত্রিকা ০১ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে প্রকাশিত হতে চলেছে।আমি ৭১ যুদ্ব দেখি নাই তবে বুলেট বোমার মতো শাওন আমিন চাচা সত্য কথা বলার মানুষ দেখছি। অগ্রীম অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
“দৈনিক ঝড়” সমাজের নানা অন্যায় ও অবিচার, দুর্নীতিবাজ ব্যাক্তিদের অপকর্ম তুলে ধরবে আমি মনে করি। সমাজে প্রকৃত অপরাধীরা যাতে শাস্তি পায়।
“দৈনিক ঝড়” প্রতিবাদী কণ্ঠস্বর জনাব শাওন আমীন এর সম্পাদনায় এবং দেশের প্রথম সারির লেখক জনাব আজমত রানা,
উত্তরাঞ্চলের বিশিষ্ট সাংবাদিক জনাব তানভীর হাসান তানু, তরুণ, তথ্য প্রযুক্তিতে দক্ষ,সম্পাদকপুত্র জনাব ঝড় আমীন, যুবলীগ নেতা জনাব মোঃ গিয়াস উদ্দীন সহ দেশ সেরা এক ঝাঁক নবীন-প্রবীণ মফস্বল সাংবাদিকদের সমন্বয়ে প্রবীণ সাংবাদিক জনাব শাওন আমিন চাচা এবার একত্রিত হয়ে নব-উদ্যম্য প্রকাশ করতে যাচ্ছে দৈনিক ঝড় পত্রিকাটির সাথে জড়িত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং পত্রিকাটির
উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
মো আল আমিন ইসলাম
সাবেক সহ-সম্পাদক,
বাংলাদেশ ছাত্রলীগ ঠাকুরগাঁও জেলা শাখা।