অনলাইন ডেস্কঃ লালমনিরহাটে প্রবল বর্ষন এবং উজানের পানি নেমে আসায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।কাউনিয়া পয়েন্টে সকাল থেকে বিপদ সীমার ৪৭সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।পানি বৃদ্ধির কারনে তিস্তা নদীর দুপারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
কয়কদিন ধরে টানা বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে।পানির চাপ সামাল দিতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।তিস্তা নদীর দোয়ানী পয়েন্টে পানি ১৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহের রেকর্ড করা হয় সকালে।দোয়ানি ব্যারেজের ভাটিতে কাউনিয়া পয়েন্টে সকালে পানি প্রবাহের রেকর্ড করা হয় বিপদ সীমার ৪৭ সেন্টিমিটার উপরে।কাউনিয়া পয়েন্টে পানির স্বাভাবিক সমতল হচ্ছে ২৮ পয়েন্ট ৭৫ সেন্টিমিটার, সকালে যা বৃদ্ধি পেয়ে ২৯ পয়েন্ট ২২সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে।
পানি বৃদ্ধির কারনে পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতিবান্ধা উপজেলার সিন্দুর্না,পাটিকাপাড়া,গড্ডিমারি সানিয়াজান,কালিগঞ্জ উপজেলার কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা,সদর উপজেলার
খুনিয়াগাছ,রাজপুর,গোকুন্ডা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।এসব অঞ্চলের ফসলের মাঠ,পুকুর, রাস্তা,ঘাট বসত বাড়ি পানিতে তলিয়ে গেছে,এতে ২০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।