বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে ‘অন লাইন নিউজ পোর্টাল ” দৈনিক ঝড় প্রকাশিত হবে এই প্রত্যাশাই করি ।
বর্তমান সময়ে গণমাধ্যমের এই যুগে সাংবাদিক ও সংবাদকর্মী আজ সব জায়গাতেই বিস্তার লাভ করলেও অনুজ স্নেহভাজন শাওন আমিনের মতো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রকাশ করার মতো সাহসী লেখক পাওয়াটা আজ খুবই দুষ্কর হয়ে পরেছে। আমার দীর্ঘদিনের দেখে আসা খুব পরিচিত একজন ব্যক্তি প্রিয় অনুজ শাওন আমিন যিনি প্রায় ৩০ বছরের কাছাকাছি সাংবাদিকতার মতো এই মহৎ পেশায় নিয়োজিত রয়েছে। সমাজে ঘটে যাওয়া নানান ধরনের অন্যায়-অপকর্ম , ঘূষ-দূর্নীতি, মাদক-চোরাকারবারি সহ ঘটনাবহুল অনেক ধরনের অপ্রত্যাশিত ঘটনা ও গণ মানুষের অধিকার আদায়ের পক্ষে কাজ করতে গিয়ে মামলা ও অনেক হয়রানির স্বীকার হওয়ার পরেও সত্যকে তুলে ধরে প্রতিষ্ঠিত করতে গিয়ে যিনি কখনো দমিয়ে যাননি ও পিছপা হননি বরং সংগ্রাম ও সাহসিকতার সাথে অন্যায়ের বিরুদ্ধে বজ্র হাতে চালিয়ে গেছে কলম।
আমি আশা ও প্রত্যাশা রাখি, নব উদ্যোগের অগ্রপথিক দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতার মধ্য দিয়ে সাহসী কলম যোদ্ধা শাওন আমিনের উদ্যোগে সম্পাদনা/প্রকাশনা’র ‘দৈনিক ঝড়’ নিউজ পোর্টালটি গণ মানুষের কথা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যম হিসেবে নতুন করে মানুষের হৃদয়ে আস্থা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে জায়গা করে নিবে।
আগামীতে সত্য প্রকাশের অগ্রপথিক হিসেবে ‘দৈনিক ঝড়’ নিউজ পোর্টালটি অনন্য দৃষ্টান্ত ও সুনামের শীর্ষ স্থান লাভ করুক এই শুভকামনা রইল।
শুভেচ্ছান্তে-
মোঃআলী আসলাম জুয়েল
উপজেলা চেয়ারম্যান
বালিয়াডাংগী উপজেলা
ঠাকুরগাঁও।