ঝড় প্রতিবেদন।। ‘রিজার্ভ ডে’তেও বৃষ্টি নামুক- অভিশাপ দিলেন ভারতীয় ক্রিকেটার!
এশিয়া কাপের মাঝপথে হুট করেই জানা গেল, ভারত-পাকিস্তানের মধ্যকার সুপার ফোরের ম্যাচটির জন্য একটা রিজার্ভ ডে রাখা হয়েছে! ১০ সেপ্টেম্বর যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে পরদিন ম্যাচের বাকি অংশ অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার খবরটি ফাঁস হওয়ার পর থেকে চলছে তুমুল সমালোচনা। ইতিমধ্যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রধান কোচ প্রকাশ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এবার খোদ ভারতের সাবেক ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ মুখ খুললেন রিজার্ভ ডে নিয়ে।
যেকোনো টুর্নামেন্টের মাঝপথে এভাবে প্লেয়িং কন্ডিশনের পরিবর্তন ঘটানো নজিরবিহীন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হওয়ায় এটা সম্ভব হয়েছে। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও নিজেদের স্বার্থরক্ষায় কোনো আপত্তি করেনি। গতকাল সংবাদ সম্মেলনে টাইগার কোচ চন্দিকা হাতুরাসিংহে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।
এরপর বিসিবি বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছে। কিন্তু বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না ভেঙ্কটেশ প্রসাদ।
সোশ্যাল মিডিয়ায় ভেঙ্কটেশ প্রসাদ লিখেছেন, ‘যদি সত্যিই এমন সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে সেটা চরম লজ্জাজনক। আয়োজকরা টুর্নামেন্ট নিয়ে ছেলেখেলা করছেন।
একটা টুর্নামেন্টে কোনোভাবেই দুটি দলের জন্য আলাদা নিয়ম হতে পারে না। যদি সঠিক বিচারের কথা বলেন, তাহলে আমি চাইব প্রথম দিন এবং রিজার্ভ ডে দুটিই যেন বৃষ্টিতে ভেসে যায়! দ্বিতীয় দিন যেন আরো বেশি বৃষ্টি হয়। এই নোংরা পরিকল্পনা যাতে কোনোভাবে সফল না হয় সেটাই চাই।’