ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার(১১সেপ্টেম্বর)মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভাটি উপলক্ষে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথির বক্তব্য দেন,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী , ওসি গুলফামুল ইসলাম মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, যু্ব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন, ৭ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, অধ্যাপক প্রশান্ত বসাক, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার নাসিম ইকবাল, আনসার ভিডিবি অফিসার হারুন ওর রশিদ,বিজিবি’র প্রতিনিধি খয়রাত আলী, প্রধান শিক্ষক সোহেল রানা ও রুহুল আমীন, প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, কালের কন্ঠের প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী, ডেইলি সান প্রতিনিধি হুমায়ুন কবির, প্রাথমিক প্রধান শিক্ষক ইয়াকুব আলী, জাতীয় পার্টির আহবায়ক ও যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম ও আবু তাহের প্রমুখ।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন,পৌরসভাসহ সর্বপরি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং এটিকে আরো কিভাবে ভালো করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।