1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চীনের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি ছাত্রজনতার দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বোয়ালখালী সদরে গোমদন্ডী পাইলটস্কুলের হলরুমে জিয়া স্মৃতি পরিষদ’র উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান বালিয়াডাঙ্গীতে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে জোর পূর্বক গ্ৰাম্য সালিশ বিদেশে উচ্চশিক্ষার পথ দেখানো এক আলোকবর্তিকা — সাইমুন মজুমদার দেশে বাড়ছে রাজনৈতিক – আওয়ামী লীগের ঝটিকা মিছিল চীনের হাসপাতাল।। পঞ্চগড়ে করার দাবিতে উত্তাল পঞ্চগড়।। মুসল্লিদের অবস্থান মানববন্ধন আধুনিকতার ছোয়ায় হারিয়ে গেছে শৈশবের খেলাধূলা চার মাসের সন্তানকে বিক্রি করে দেহকে সাজসজ্জা ও মোবাইল কিনলেন মা!

ঠাকুরগাঁওয়ে শীতকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে চাষিদের, দামেও খুশি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

আল ফয়সাল অনিক,ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের শীতকালীন বিভিন্ন ধরনের সবজি চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। সবজির দাম বেশী থাকায় গত বছরের তুলনায় চলতি মৌসুমে বেশী জমিতে সবজি চাষ করছে কৃষকেরা।

ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে লাউ চাষাবাদ হয়েছে ২শত ৭৫ হেক্টর জমি। যার ফলন নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯শত ৩০মে.টন। যা গতবছর চাষা হয়েছিল ২শত ৪৫ হেক্টর জমি। চালকুমড়া চলতি মৌসুমে চাষাবাদ হয়েছে ৬৫ হ্যাক্টর জমি। যার ফলন নির্ধারণ করা হয়েছে ১হাজার ২৫ মে.টন। যা গত বছর চাষ হয়েছিল ৩৫হেক্টর জমি। করলা চলতি মৌসুমে চাষাবাদ হয়েছে ৪শত ৮ হেক্টর জমি। যার ফলন নির্ধারণ করা হয়েছে ৭হাজার ৮শত ৫৪ মে.টন। যা গত বছর চাষ হয়েছিল ৪শত হেক্টর জমি।

সরেজমিনে ঘুরে দেখাগেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও, ঢোলারহাট, ঝলঝলি, নারগুন,মলানখুড়ি, খড়িবাড়ি, বরদেশ্বরী, উত্তর বঠিনা সহ বিভিন্ন স্থানে সবজি চাষ হয়েছে। বিশেষ করে ফারাবাড়ি বাজার থেকে পাটিয়াডাঙ্গী বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে অসংখ্য মাচায় সভা পাচ্ছে করলা, লাউ,চিচিঙ্গাসহ বিভিন্ন সবজি। কৃষকরা দলবেঁধে ক্ষেতে সেচ, নিড়ানি ও ফল সংগ্রহের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

মলান খুড়ি গ্রামের কৃষক আল-আমীন জানান, গত বছর ১২ শতক জমিতে করলা চাষ করে লাভবান হয়েছেন। তাই চলতি মৌসুমেও এক একর জমিতে করলা ও ৩৫শতক জমিতে লাউ চাষ করেছেন। এ বছরে বাজার দর ও আবহাওয়া ভালো থাকলে কয়েক লক্ষাধীক টাকার সবজি বিক্রি হবে বলে তার প্রত্যাশা।

একই এলাকার তুষার ইসলাম জানান, বর্তমানে বাজারে আলু-পোটল সহ সকল শাক-সবজির দাম বেশি। যেহেতু সবজির দাম বেশি তাই চলতি মৌসুমের ১ একর জমিতে করলা ও ৫০ শতক জমিতে লাউ চাষ করেছি। বর্তমানে করলা আকার ভেদে ৪০-৪২টাকা কেজি দরে এবং লাউ ২২-২৫ টাকা পিচ হিসেবে বিক্রি হচ্ছে।

ঢোলার হাট এলাকার কৃষক আক্তাব আলী বলেন, আমি কয়েক বছর ধরে দেখে আসতেছি স্থানীয় অনেকেই সবজি চাষ করি স্বাবলম্বী হচ্ছে। এছাড়াও সবজি চাষে জমিতে গোবর সার, খৈইল,রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হয়। যা পরে সেই জমিতে স্বল্প খরচে আলু চাষ সম্ভব। তাই আমি ও আমার এক ভাইসহ ৩ একর জমিতে করলা,লাউ ও চিচিঙ্গা চাষ করেছি।

সেনুয়া ইউনিয়নের কৃষক কমল ও হৃদয় রায় জানান, চলতি মৌসুমে আকাশে বৃষ্টির পানির অভাবে উঁচু জমিগুলোতে ধান রোপণ করা সম্ভব হয়নি। তাই পরিত্যক্ত জমিতে বিভিন্ন সবজি চাষাবাদ করেছি। আবহাওয়া ও বাজার দর ভাল থাকলে সবজি চাষে স্বল্প সময়ে অধিক মুনাফা অর্জন করা সম্ভব।

সবজি ব্যবসায়ীরা জানান, দেশের চলমান পরিস্থিতি মাছ ও মাংসের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। তাই ইদানীং সাধারণ মানুষের সবজি ক্রয়ের প্রতি আগ্রহ বেড়েছে।ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গ্রাম থেকে চাহিদা মাফিক লাউ, করলা ও চিচিঙ্গাসহ বিভিন্ন সবজি ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায় জানান, উপজেলার মাঝে রাজাগাঁও, সেনুয়া ও ঢোলারহাট ইউনিয়ন মানুষ সবজি চাষে বরাবরই সাফল্য অর্জন করে চলছে। বর্তমানে বাজারে সবজির ভাল দাম রয়েছে। আশা করি কৃষকরা সবজি চাষে স্বাবলম্বী হয়ে উঠবেন। সকল প্রকার ফসলের পাশাপাশি সবজি চাষীদেরকে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং