1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ে ‘গায়েবি’ মাদরাসার খোঁজে দুদকের অভিযান ছাত্রত্ব নেই কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের সাদা কাগজে স্বাক্ষর নিয়ে খালার সঙ্গে প্রতারণা ইউপি চেয়ারম্যানের পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত। সভাপতি মান্নান সাধারণ সম্পাদক আসাদ চীনের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি ছাত্রজনতার দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বোয়ালখালী সদরে গোমদন্ডী পাইলটস্কুলের হলরুমে জিয়া স্মৃতি পরিষদ’র উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান বালিয়াডাঙ্গীতে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে জোর পূর্বক গ্ৰাম্য সালিশ বিদেশে উচ্চশিক্ষার পথ দেখানো এক আলোকবর্তিকা — সাইমুন মজুমদার

চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রিতে নয়ছয়, অভিযোগের তীর ডিলারের দিকে খালি হাতে ফিরেছেন কার্ডধারীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।
চট্টগ্রাম নগরীর চকবাজার ওয়ার্ডে চট্টগ্রাম ট্রেডিং করপোরেশনের (টিসিবি) পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। টিসিবির ডিলার কার্ডধারীদের পণ্য না দিয়ে পণ্য বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে কার্ডধারীদের অনেকেই ফিরেছেন খালি হাতে।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে প্যারেড কর্ণারের পশ্চিম গেটের সামনে ট্রাকে টিবিসির পণ্য বিক্রি শুরু করেন ডিলার বিশ্বজিৎ দেব (ভানু)। তবে অনেক কার্ডধারী বিকেল ৩টার দিকে পণ্য নিতে গিয়ে ফিরেছে খালি হাতে।
টিসিবির অনেক কার্ডধারী বিকাল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে পণ্য ক্রয় করতে যান। কিন্তু গিয়ে দেখেন সেখানে ডিলার আগেভাগেই পণ্য বিক্রি করে চলে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির ট্রাক যখন আসে তখন কার্ডধারীর সংখ্যা কম ছিল। তাই ডিলার আশপাশের দোকানসহ পথচারীর কাছে পণ্য বিক্রি শুরু করেন। একজনকে আটবার পর্যন্ত পণ্য দেওয়া হয়েছে। পরে অনেক কার্ডধারী এসে আর পণ্য নিয়ে যেতে পারেনি। এসময় অনেকে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন। অবশ্য এর আগেই গাড়ি নিয়ে সরে পড়েন টিবিসির ডিলার বিশ্বজিৎ দেব (ভানু)।
চকবাজার এলাকার গৃহিণী সুখী বলেন, আজ (রোববার) বিকাল ৩টার দিকে টিবিসির পণ্য দেওয়ার কথা জানতে পরে পণ্য ক্রয় করতে আসি। কিন্তু এসে দেখি গাড়ি নেই। আশপাশের দোকানদাররা জানান, অনেক আগেই পণ্য বিক্রি করে গাড়ি চলে গেছে। গত আগস্ট মাসে প্রায় একই সমস্যা কারণে পণ্য ক্রয় করতে পারিনি। গাড়ি কখন আসে কখন যায় কেউ জানে না। জুলাই মাসে দুপুর ১টায় এসে রাস্তায় দাঁড়িয়ে থাকার পর বিকাল ৩টায় টিসিবির গাড়ি আসে। এসব অনিয়ম দেখার যেন কেউ নেই।’
অসিত নামের এক কার্ডধারী বলেন, ‘কার্ড নিয়ে পণ্য কিনতে গিয়ে খালি হাতে ফেরত এসেছি। পণ্য নেওয়ার সঠিক সময়টা জানালে ভোগান্তি কম হতো।’
কার্ডধারীদের অভিযোগ, টিসিবির ডিলার বিশ্বজিৎ দেব (ভানু) পণ্য দেওয়ার সময় প্রতিবার প্রায় একই সমস্যা তৈরি করে। এই কারণে অধিকাংশ কার্ডধারীকে খালি হাতে ফিরতে হয়। তিনি পণ্য সরিয়ে রেখে বাইরে বিক্রি করে দেন। তার সঙ্গে কাউন্সিলরের লোকজনও জড়িত। ওই ডিলারকে সরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
তবে অভিযোগ অস্বীকার করে ডিলার বিশ্বজিৎ দেব (ভানু) বলেন, ‘আমি আজ পণ্য এনেছি ৪০০ পরিবারের। অনেককে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে পণ্য দিয়েছি। পণ্য দেওয়ার সময় কাউন্সিলরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কাউন্সিলর মহোদয়াও এসেছিলেন। এখানে পণ্য সরিয়ে রাখার কোনো সুযোগ নেই। যতক্ষণ পণ্য ছিল ততক্ষণ দেওয়া হয়েছে।’
বিকাল ৩টায় পণ্য দেওয়ার কথা কিন্তু এর আগে কেন দেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, ‘আজ নির্দিষ্ট সময়ের আগে পণ্য বুঝে পাওয়ায় তাড়াতাড়ি এসে বিক্রি শুরু করা হয়। যারা আজ পায়নি তারা আগামীকাল আন্দরকিল্লা থেকে পণ্য নিতে পারবেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক টিসিবির একজন ডিলার বলেন, ‘৪০০ পরিবারের পণ্য বিক্রি করতে সর্বনিম্ন ৩ ঘণ্টা সময় প্রয়োজন। তবে তিনি দেড় দু’ঘণ্টার মধ্যে কীভাবে বিক্রি করেছেন বোধগম্য নয়। নিশ্চয় এখানে নয়ছয় করা হয়েছে। তদন্ত করলে বেরিয়ে আসবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে সচিত্র সংবাদের শিরোনাম হয়েছিলেন এই বিশ্বজিৎ দেব (ভানু)। চকবাজারে নিজাম মার্কেটে তার একটি দোকান রয়েছে। সেখানে তিনি টিসিবির পণ্য বাইরে বিক্রি করেন।
যোগাযোগ করা হলে সংরক্ষিত কাউন্সিলর রুমকি সেনগুপ্ত চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমি টিসিবির সঙ্গে কথা বলেছি দুপুর ১টার দিকে। ওইসময় তারা আমাকে জানায়, আরও কিছুক্ষণ সময় লাগবে তাদের। সেজন্য আমি ৩টার দিকে সময় দিয়েছি। বিষয়টি নিয়ে আমি কথা বলবো।’
তিনি বলেন, ‘টিসিবির কার্ড ছাড়া পণ্য দেওয়া হয় না। শেষ মুহূর্তে যদি কার্ডধারী কেউ না থাকে তাহলে এলাকার গরিবদের বণ্টন করা হয়।’
এই বিষয়ে জানতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ে চট্টগ্রামের যুগ্ম পরিচালক (অফিস প্রধান) জামাল উদ্দিন আহমেদকে কল দেওয়া হলেও সাড়া মেলেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং