1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগমারায় ধর্ষনের ঘটনায় গ্রাম্য শালিস থেকে পালিয়ে গেছে অভিযুক্ত ধর্ষক পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে এক প্রক্সি পরীক্ষার্থী আটক ! ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী  সাব-রেজিস্ট্রারের কার্যালয় রাজস্ব ফাঁকিদিয়ে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ টাকা! রাজশাহীতে মিথ্যা মামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ  ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশন’র কমিটি গঠন বাগমারায় লাহার আলী হাফেজিয়া ক্বারিয়ানা ও এতিমখানা মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ওসি’র বিরুদ্ধে হয়রানির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করায় সড়ক অবরোধ থানা ঘেরাও  ইক্ষু খামার থেকে অপহৃত কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে সাংবাদিক আটক করায় – তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের

শাল্লায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানির চেষ্টায় আদালতে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় তিন সংবাদিকের বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানির চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যাুনাল আদালত শাল্লা জোনে এই ধর্ষণ চেষ্টার মামলাটি দায়ের করেন ৩৯ বছর বয়সী এক নারী। যার নারী শিশু (পিটিশন) মামলা নম্বার ৩৫৮/২০২৩ ইং।
মামলায় আসামী করা হয়েছে উপজেলার শাল্লা ইউনিয়নের দামপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে বকুল আহমেদ,(৪৯) হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের বরেন্দ্র রায়ের ছেলে বিপ্লব রায় (২৯) ও একই ইউনিয়নের নারকিলা গ্রামের মৃত বসন্ত কুমার দাসের ছেলে শান্ত কুমার দাস (৪৮)।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ০৭/০৯/ ২০২৩ ইং বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১১টায় মামলার বাদীনির নিজ বসত ঘরে আসামীরা ঢুকে তাকে জোরপূর্বক শ্লীলতাহানির (ধর্ষণের) চেষ্টা চালায়। এসময় ঐ নারীর চিৎকারে আশপাশের আত্মীয় স্বজনসহ একজন মেহমান এগিয়ে আসলে সাংবাদিক নামধারী আসামীরা মোটরসাইকেল যোগে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় নারীর গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেন।
পরে ঐ নারী বাদি হয়ে গত ১১ সেপ্টেম্বও সুনামগঞ্জ আদালতে এই মামলাটি দায়ের করেন। মামলাটি পিটিশন মামলা হিসেবে গ্রহণ করেছেন বিজ্ঞ আদালত। বাদীর কথা শুনে আদালত আগামী ৩০/১০/২০২৩ ইং তারিখের মধ্যে তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য শাল্লা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন বলে মামলার বাদীনির অভিভাবক জানান। এ ঘটনায় তিন নামধারী সাংবাদিকের এহেন কর্মকান্ডে রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত বকুল মিয়া ও বিপ্লব রায়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আমিনুল ইসলাম জানান,এ বিষয়ে তিনি আদালতের কোন নির্দেশনা পাননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং