শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।দীর্ঘ ১৯ বছর পরে পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল (শনিবার) দুপুরে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় রঙ্গীন বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়ানো হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আফাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদ।
দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মো. আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম। এসময় পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক মো. তৌহিদুল ইসলাম বোদা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো আবদুল মান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদ্দুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সম্মেলন স্থান থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় বোদা পৌরসভাসহ ১০টি ইউনিয়নের বিপুল সংখ্যা নেতাকর্মী অংশ নেন।