শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।। চীনের অর্থায়নে উত্তরাঞ্চলের ১ হাজার শয্যার হাসপাতাল স্থাপনের লক্ষ্যেপঞ্চগড়ের দেবীগঞ্জে সম্ভাব্য জায়গা পরিদর্শন করলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। সম্প্রতি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় হাসপাতাল স্থাপনের দাবিতে আন্দোলন শুরু করেছেন স্থানীয় লোকজন। পঞ্চগড়েও একাধিকবার এ বিষয়ে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। গত ১৫ এপ্রিল জেলা প্রশাসক সাবেত আলী পঞ্চগড়বাসীর এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে প্রধান উপদেষ্টার কাছে চিঠিও দিয়েছেন।
এছাড়া গতকাল (১৮ এপ্রিল) প্রস্তাবিত হাসপাতালটি দেবীগঞ্জে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে দেবীগঞ্জ উপজেলার মানুষ। শনিবার দেবীগঞ্জবাসীর দাবির বিষয়টি উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে চিঠি লিখেন ইউএনও মাহমুদুল হাসান।
দেবীগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে চারটা’য় দেবীগঞ্জে হাসপাতালের জায়গা পরিদর্শনে আসেন ডিসি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেনী পেশারূ শতাধিক মানুষ।
এ সময় পৌর সদরের বেশ কয়েকটি জায়গা পরিদর্শন শেষে প্রাথমিকভাবে প্রজনন ও বীজ উৎপাদন কেন্দ্রের একটি জায়গাকে পরিকল্পনায় যুক্ত করেন ডিসি।
সূত্রমতে, দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের ৩ শত ৮৩ একর নিজস্ব জমি রয়েছে এবং সম্পূর্ণ জমি প্রতিষ্ঠানটির প্রয়োজনে ব্যবহৃত হয়না।
এ সময় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, হাসপাতালটি উত্তরাঞ্চলের কোথায় হবে তা সরকারি সিদ্ধান্ত। তবে আপনাদের মতো আমিও চাই হাসপাতালটি পঞ্চগড়ে হোক। পঞ্চগড়ে হলে এই জেলা ছাড়াও এখানে নীলফামারি, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিপুল সংখ্যক জনগোষ্ঠী উন্নত মানের স্বাস্থ্য সেবা পাবেন। এছাড়াও প্রতিবেশী ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশ হতে হাসপাতালটিতে চিকিৎসা নিতে পারবেন”।
এর আগে তিনি সদর ও বোদা উপজেলার সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।