ফজলার রহমান গাইবান্ধা প্রতিনিধিঃ হাইকোর্ট কর্তৃক অবৈধ ক্রাফট ইন্সট্রাক্টরদের (কর্মচারী) জুনিয়র ইন্সট্রাক্টর (শিক্ষক) পদে প্রমোশনের রায় দ্রুত প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে সোমবার গাইবান্ধায় পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। গাইবান্ধা সকল পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এই কর্মসূচির আয়োজন করে। বিড়্গোভ মিছিলটি গাইবান্ধা পলিটেকনিক ইন্সটিটিউট চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহরের ১নং রেলগেট এলাকায় অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী শাকিল আহাম্মেদ, নাজমুল ইসলাম, বাধন, মেহেজাবিন জিম প্রমুখ।
ছয় দফা দাবি গুলো হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করা, স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।