পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলায় আবাদি জমি রক্ষার্থে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপরে মালচন্ডী মুন্সিপাড়া এলাকায় মানববন্ধন করেন ওই এলাকার শতাধিক পরিবার।
মানববন্ধনে এলাকাবাসীরা অভিযোগ করে জানান, করতোয়া নদীর ধারে ডারার হাট মৌজার তেলিপাড়া ঘাট থেকে সরকারি ভাবে বালু উত্তোলনের নির্দেশনা থাকলেও বালু মহল ইজারাদারেরা নদীর আরেক পারে মালচন্ডি মৌজার তিনটি এলাকা থেকে অবৈধ ভাবে জোর পূর্বক বালু উত্তোলন করছে। ফলে মালচন্ডি মৌজার শতাধিক পরিবারে প্রায় শতাধিক একর আবাদি জমি নদীগর্ভে বিলিন হওয়ার সংঙ্কায় রয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করলেও তিনি কোন গুরুত্ব না দিয়ে উল্টো ইজারাদারদের পক্ষে কথা বলছেন। আবাদি জমি রক্ষার্থে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রশাসনের উধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা৷
বালু ইজরাদারের সহযোগী আনারুল ইসলাম জানান, আমরা অবৈধভাবে কোন বালু উত্তোলন করছি না। সরকারি ভাবে ডাকের মাধ্যমে আমরা বালু মহল ইজারা নিয়েছি। ডাকের বাইরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিষয়টি অস্বীকার করেন তিনি।
এব্যাপারে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে জানতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বালি ইজারার এলাকার বাইরে বালি তোলা হচ্ছে কিনা তা জানতে সার্ভেয়ারের মাধ্যমে সার্ভে করা হবে। নদীর অনেক বড় একটি অংশ খাস। আমরা এ ব্যাপারে কাজ করছি।