1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ :

এবার কাশ্মীরের ফ্যাশন শোতে পিয়া জান্নাতুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

অনলাইন প্রতিবেদক।। মডেলিং দিয়ে ইতিমধ্যে যারা নিজেদের একটি ব্র্যান্ডে পরিচিত করেছেন তাদের মধ্যে অন্যতম পিয়া জান্নাতুল। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও সমান তালে কাজ করে চলেছেন তিনি। ঢাকা থেকে দিল্লি-মুম্বাই, ব্যাংকক থেকে মিশর, প্যারিস থেকে হাঙ্গেরি এমনকি নিউ ইর্য়কের মঞ্চেও ফ্যাশনের উষ্ণতা ছড়িয়েছেন এই লাস্যময়ী। সেই ধারাবাহিকতায় এবার কাশ্মীরের একটি ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে দেখা গেল পিয়াকে।
জানা গেছে, কাশ্মীরের শ্রীনগরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ফ্যাশনভিত্তিক কালচারাল শো ‘হারমুখ’। কোয়েস্ট প্রোডাকশনের উদ্যোগে উপত্যকার হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। যেখানে কাশ্মীরি তারকাদের সঙ্গে শো-স্টপার হিসেবে অংশ নেন সাবেক মিস বাংলাদেশ পিয়া জান্নাতুল।
এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত পিয়া জান্নাতুল বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে বলেন, ভূস্বর্গ কাশ্মীরের মতো জায়গায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে এই ফ্যাশন শোর।
আর সেখানে শো-স্টপার হিসেবে থাকতে পারা অত্যন্ত আনন্দের। আমি ছাড়াও প্রখ্যাত শো-স্টপার মীর সারোয়ার, মারিয়াম জাকারিয়া ও নয়নিকা লোধাও ছিলেন এখানে। ছিলেন নামকরা কয়েকজন গায়কও।
উল্লেখ্য, এই অনুষ্ঠান নিয়ে গত কয়েকদিন ধরেই বেশ সরব কাশ্মীরের সাংস্কৃতিক অঙ্গন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং