ব্রাক্ষনবাড়ীয়া থেকে এম বাদল খন্দকার।। হাসান আলীর মা- বাবায় স্বপ্ন ছিল তাদের ছেলে হেলিকপ্টার করে গ্রামের বাড়ি তে ফিরবেন। অবশেষে হেলিকপ্টারে করে বাড়ি ফিরে বাবা – মায়ের স্বপ্ন পূরণ করলেন সৌদি প্রবাসী একমাত্র ছেলে মোঃ হাসান আলী। হাসান আলী ব্রাক্ষনবাড়ীয়া জেলা সরাইল উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মোঃ তৈয়ব আলী ও মনোয়ারা বেগম দম্পতির একমাত্র ছেলে। হাসান আলী একা নন সৌদি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের পর রাজধানী ঢাকা থেকে বাবা- মাকে সঙ্গে নিয়ে হিলেকপ্টারে সরাইলের ইসলামাবাদ গ্রামে নিজ বাড়িতে ফিরেছেন তিনি। হেলিকপ্টারে গ্রামের বাড়ি পৌঁছার পর তাকে তার ছোট বোন জামাই সাইদুলের নেতৃত্বে ফুল দিয়ে বরণ করেন এলাকাবাসী।বৃহস্পতিবার বিকাল ত টায় তাদের বহনকারী হেলিকপ্টার টি সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামের বালুর মাঠে অবতরণ করে, এমব দৃশ্য দেখে দারুণ খুশি তার স্বজন ও এলাকাবাসী।
স্হানীয়া জানান,, জীবীকার তাগিদে গত ২০ বছর ধরে সৌদি আরবে বসবাস করেন হাসান আলী। তার আয়ে সচ্ছল এখন পুরো পরিবার। শুধু তাই নয় তার সহায়তায় উপকৃত হয়েছেন নিকট তম আত্নীয় স্বজন সহ এলাকায় অনেকেই। হাসান আলী এলাকায় মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন। এ বিষয়ে হাসান আলী জানান আমার মা- বাবায় স্বপ্ন ছিল সে স্বপ্ন পৃরণ করতে পেরেছি এইটস আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। সে বালু মাঠে হাজারো মানুষের ভীড় ছিল হেলিকপ্টার দেখায় সে জন্য এলাকাবাসী হাসান আলী কে অভিনন্দন জানিয়েছেন।