আজও খুঁজে ফিরি তোমায়
কলেজ স্ট্রিট বই পাড়ায়,
শ্যাতলা ছোপানো দেয়ালগুলোতে,
কফি হাউজের সিঁড়ির কোণেতে
চোখে হাসি নিয়ে গম্ভীর সেই
এলোমেলো-আগোছালো তোমায়!
ফুটপাতে রাখা পুরনো বইয়ের সারি,
ধুলো মাখা স্মৃতি উঁকি মেরে বলে-
“তোর সাথে আজ আড়ি।”
নির্বক ঠোঁট, নির্জিব চোখ
কি করে বোঝায়-
“তোকে কি ভুলতে পারি?”
পুলিশি থাবায় ক্ষতবিক্ষত তুই,
হাজার স্লোগানে উদত্ত কন্ঠ তুই,
হাজার আঁচড়েও শিরদাঁড়া ছিলো বেঁচে –
যদিও ছিলিনা শরীরী আমার তুই!
লোহার কারা, মুক্ত আকাশ,সবুজ মাঠের পাশে
কবরিত সব কত কঙ্কাল হাসে!
সবই তো স্মৃতি, সবই গেছে ধুয়ে মুছে-
দাঁড়িপাল্লার ওজনে হেরেছে
হার কে নিয়েছে মেনে!
তবু অশরীরে আমি আজও চলেছি খুঁজে-
শ্যাতলা দেওয়ালে, বইয়ের খাঁজে,
শুকিয়ে যাওয়া রক্ত বিন্দু মাঝে!