গাইবান্ধা প্রতিনিধি।।গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৯ সেপ্টেম্বর ২০২৩ইং মঙ্গলবার সন্ধ্যা ৬’৪৫টায় গোবিন্দগঞ্জ শহীদ মিনার চত্বরে শপথ গ্রহন ও পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশের ওয়া র্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি,গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক জননেতা এম এ মতিন মোল্লা।
প্রধান অতিথি হিসেবে শপথ পরিচালনা করেন গোবিন্দগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জননেতা মুকিতুর রহমান রাফি।
উপস্হিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আজমল হোসেন, আব্দুল জোব্বার, সাদ্দাম হোসেন ,নির্বাচনের প্রিজাইডিং অফিসার প্রভাষক শাহ রফিকুল ইসলাম, আমন্ত্রিত অতিথি প্রবাসী নেতা তৌফিকুল ইসলাম পাপন, কুলি শ্রমিক ইউনিয়ের সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক সুকুমার মহন্ত, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুর রহমান, সেলুন শ্রমিক ইউনিয়নের সভাপতি জগদীশ চন্দ্র শীল, সাধারণ সম্পাদক সজীব চন্দ্র দাস, সাবেক সভাপতি আব্দুল জোব্বার, সাবেক সহ সভাপতি মেহেদুল ইসলাম।
নব-নির্বাচিত সভাপতি মোস্তফা শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ ০৯ জন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম।